শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
খাগড়াছড়ি জেলার

রামগড় হানাদার মুক্তদিবস পালন

প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০১৮ ০৬:৫৯:৩৩ | আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ ১১:৫৮:৫৪  |  ৮৯৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। র‌্যালী আলোচনা সভাসহ নানা কর্মসুচীর মধ্যেদিয়ে আজ ৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্তদিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় রামগড় উপজেলা প্রশাসেনর উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে রামগড় লেক পাড়ে স্থাপিত বিজয় ভাস্কার্য্যে উপজেলা প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

এ সময় রামগড় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও  ইউএনও  উম্মে ইসরাত, রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্লাহ, রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কাজী আলমগীর,সাবেক এমপি একেএম আলিম উল্লাহ, জেলা মুক্তিমুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার  মো: মোস্তফা, মুক্তিযোদ্ধা বাবুল কান্তি মজুমদার সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবজ্জল সঠিক ইতিহাস তুলে ধরে সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে ভুমিকা রাখার কথা বলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions