শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
বান্দরবানে

সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১৫

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০১৮ ০৪:৫৪:০৯ | আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ ০৭:১২:১৩  |  ১০৩৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন আর এই ঘটনায় আহত হয়েছে প্রায় ১৫ জন পর্যটক। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২ টায় খুলনা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বান্দরবান বেড়াতে আসা পর্যটকবাহী একটি বাস বান্দরবানের প্রবেশ মুখে পাহাড়ী রাস্তা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে বাসের সুপারভাইজার মো:রাজু (৪০)নিহত হয়। দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের বেশিরভাগই আহত হয়।

এদিকে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। বান্দরবান সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হলে সেখান থেকে ৫জন কে আবার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন ,আনসার ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয় ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions