শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০১৮ ০৭:০৯:০৩ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৭:৩৭:২৩  |  ১৭২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আসন্ন ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনে নৌকা প্রতীকের প্রার্থী  দীপংকর তালুকদারের পক্ষে দলীয় নেতা কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। সকাল সাড়ে ১১টায় জেলা নির্বাচন অফিস থেকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা,রুহুল আমিন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মুছা মাতব্বরসহ অন্য নেতাকর্মীরা।

মনোনয়ন পত্র সংগ্রহের পর  দলের নেতৃবৃন্দ জানান, অবৈধ অস্ত্রের কাছে পাহাড়ের মানুষ জিম্মি থাকতে চায় না, তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে চায় এবং ভোট দিতে চায়। নেতৃবৃন্দ প্রশাসনের কাছে ভোটারদের নিরাপত্তা প্রদান ও প্রত্যন্ত এলাকার ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের দাবি জানান।

এদিকে এ পর্যন্ত ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, ইউপিডিএফের সচিব চাকমা, শান্তিদেব চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুই চাকমা ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের জসিম উদ্দিন তালুকদার। সহ সভাপতি নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions