শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
রাঙামাটির

দুর্গা মাতৃ মন্দিরে জেলা পরিষদের শব্দযন্ত্র প্রদান

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০১৮ ০৮:৩৯:৫০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:১৭:০৯  |  ১৫৭৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় স্থাপিত হিন্দু ধর্মালম্বীদের শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির পরিচালনা কমিটিকে ধর্মীয় কাজে ব্যবহারের জন্য এক সেট শব্দযন্ত্র (মাইক) প্রদান করলেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে দুর্গা মাতৃ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ দে ও সাধারণ সম্পাদক উত্তম দেবের হাতে উক্ত মাইক সেটের সরঞ্জামগুলো তুলে দেন।

বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ নির্বিঘেœ তাদের ধর্মীয় রীতিনীতি পালন করছে। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের প্রয়োজন রয়েছে এটা বর্তমান সরকার অনুধাবন করে বিধায় সকল ধর্মের মানুষ যাতে যার যার ধর্মীয় কাজ সঠিকভাবে পালন করতে পারে সেজন্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে দিচ্ছে।

উন্নয়ন খবর |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions