মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে

বান্দরবানের রাজবিলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশঃ ০৯ নভেম্বর, ২০১৮ ০৭:৩৭:৩৮ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ১১:২৯:১১  |  ৮৮৭
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের উদালবনিয়ায় ৫ কোটি ৯০ লাখ  টাকা ব্যয়ে ৬ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে উদালবনিয়া হতে থংজমা পাড়া যাওয়ার রাস্তা ও ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ৫০ লাখ টাকা ব্যয়ে রাজবিলা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ১৫ লাখ টাকা ব্যয়ে উদালবনিয়া চাকরীজীবী কল্যাণ সমবায় সমিতি পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ৫০ লাখ টাকা ব্যয়ে রাজবিলায় জাদি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাজবিলা বৌদ্ধ বিহারের সীমা ঘর নির্মাণ, ৫০ লক্ষ টাকা ব্যয়ে উদালবনিয়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সদস্য ¤্রাসা খেয়াং, সদস্য তিংতিং ম্যা, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু, ৩১৯নং রাজবিলা মৌজার হেডম্যান রুই প্রু অং চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মারমা, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্থানীয়দের আশাবাদ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে রাজবিলা ইউনিয়নের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions