বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
তারেক রহমানের বিরুদ্ধে মামলা রায়ের প্রতিবাদ

রাঙামাটিতে বিএনপির কালো পতাকা মিছিল

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০১৮ ০৮:১৬:৫৫ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৮:২৬:১২  |  ৯৮৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায় প্রদানের প্রতিবাদে রাঙামাটিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকালে শহরের কাঁঠালতলীর দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকার প্রদর্শন শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও সাবেক জেলা যুগ্ন জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ উপজাতীয় বিষয়ক সম্পাদক  অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফন্যোন্ট কর্নেল মণিষ দেওয়ান, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাধারণসম্পাদক দীপন তালুকদার দিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মদ সাব্বিরসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক রেখে সরকার একপেশে নির্বাচনের পায়তারা করছে। সরকারের এসব ষড়যন্ত্র দেশবাসীর অজনা  নয়। আওয়ামী লীগ ক্ষতায় থেকে নির্বাচনের নীলনকশা তৈরি করতে যাচ্ছে। আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তারেক জিয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলার রায় বাতিল করতে হবে। এরপর নির্বাচনের প্রস্তুতি নিতে হব।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions