শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবানে সাড়ম্বরে চলছে দুর্গোৎসব

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০১৮ ০৫:১৩:৫৪ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৭:১০:৫৮  |  ৯৭০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠে চলছে ব্যাপক আয়োজন।

মনোরম দুর্গা প্রতিমা স্থাপন,বিশালাকৃতির পুজামন্ডপ তৈরি ও প্রতিদিন ব্যাপক আয়োজনে সন্ধ্যারতি   প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে দক্ষিণ চট্টগ্রামে। প্রতিদিনই অসংখ্য ভক্ত ভীড় জমাচ্ছে পুজামন্ডপে মন্ডপে। দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে সকাল থেকে চলছে পুজা অর্চনা ও অঞ্জলি প্রদান ও ধর্মীয় প্রার্থনা এবং পুতিপাঠ।

পুজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্ডপের আশে পাশে দেশের বিভিন্ন স্থানের ব্যাবসায়ীরা বসছে পসরা সাজিয়ে আর পুজায় আগত দর্শনার্থীদের আনাগোনায় মুখর হয়ে ওঠেঠে পুরো বান্দরবান।  

এবারে বান্দরবানে জেলা ও উপজেলা মিলে ২৭ টি পুজামন্ডপে শারদীয় দুর্গাউৎসব উদযাপন হচ্ছে এবং  আগামীকাল মহানবমী ও শুক্রবার দশমী পালনের মধ্য দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম উৎসবের সমাপ্তি হবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions