শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০১৮ ০৮:১০:৩৪ | আপডেটঃ ১৪ মার্চ, ২০২৪ ০৮:৩৯:২৪  |  ১০১১
সিএইচটি  টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য আগুন দিয়ে গৃহবধূ সালমা আক্তার হত্যাকান্ডের দায়ে অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত মিজানুর রহমান সহ মামলার অন্যান্য আসামীরা উপস্থিত ছিলেন।

মৃত্যুর আগে নিহত সালমার জবানবন্দী ও ৬ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত স্বামী মিজানুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ এর ১১ এর(ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদ- ও ৫০ হাজার টাকার অর্থদ-ে দ-িত করে। মামলার অন্য ৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেয়।
মামলার বাদি ও সালমার ভাই মো: নুরুজ্জামান মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে ন্যায় বিচার পেয়েছেন বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে গায়ে পেট্রল ঠেলে গৃহবধূ সালামা আক্তারকে(২১) দগ্ধ করে স্বামী মিজানুর রহমান। দীর্ঘ ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা নিয়ে দগ্ধের ক্ষতে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়ির গুইমারার পৈত্রিক বাড়িতে মারা যায় সালমা আক্তার।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions