বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক

ভারত প্রত্যাগত শরণার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে পুর্নবাসন করার বিষয়ে সিদ্ধান্ত

প্রকাশঃ ০৯ অক্টোবর, ২০১৮ ০৮:৩৮:৪৪ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০১:৫৫:০৯  |  ৪০১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) এক বৈঠক আজ সকালে সাড়ে ১১টায় রাঙামাটি সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।
কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এতে সভাপতিত্ব করেন। কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটি সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেল চীফ উ চ প্রু, মং সার্কেলের প্রতিনিধি, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে শেষে প্রেস বি্িরফং এ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক জানান, রাঙামাটি ও বান্দরবানে ভুমি কমিশনের শাখা অফিস কার্যালয় স্থাপন ও বিগত সময়ে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে আলোচনা হয়েছে।
চেয়ারম্যান আরো বলেন, ভুমি কমিশনের বিধিমালা তৈরির ব্যাপারে আঞ্চলিক পরিষদ থেকে সুপারিশ করা হয়েছে, আমরা যতটুকু জানি সরকার এবিষয়ে কাজ করছে। বিধিমালা প্রণয়ন না হলে কাজ করা কঠিন হবে।

বৈঠক শেষে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় জানান, ভারত প্রত্যাগত শরনার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে পুর্নবাসনের বিষয়ে সিদ্বান্ত হয়েছে। ভুমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে তাদের আবেদনগুলো অগ্রাধিকার দেয়া হবে। কিছু কিছু পরিবার পুর্নবাসিত হয়েছে কিছু কিছু পরিবার হয়নি।
তিনি আরো বলেন,চাকমা এবং মং সার্কেলের অধীন অনেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবার আছে সেগুলোর বিষয়ে কোনটা আগে হবে, কোনটা পরে হবে এটি কমিশনের বৈঠকে সিদ্বান্ত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় ওরফে সন্তু লারমা বলেছেন, কমিশন যাতে কাজ করতে পারে আমরা সব ধরণের সহায়তা দিচ্ছি। তবে যতক্ষন সরকার বিধিমালা প্রণয়ন না করবে, ততক্ষন পর্যন্ত কমিশন কাজ করতে পারবে না।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions