বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

দীঘিনালায় নিহত মঞ্জু চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশঃ ০৮ অক্টোবর, ২০১৮ ০৭:৩৫:১৭ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০১:২৫:৪৭  |  ১০১৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় দূর্বৃত্তদের গুলিত নিহত মঞ্জু চাকমা(৪৭)র মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল  রোববার রাত পৌনে ৭টার দিকে দীঘিনালার দুর্গম দাঙ্গা বাজার এলাকায় একটি দোকানের সামনে খুব কাছ থেকে দূর্বৃত্তরা মঞ্জুকে গুলি করে পালিয়ে যায়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত মঞ্জু জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের যুব সমিতির সক্রিয় কর্মী এবং উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে।

এদিকে হত্যাকান্ডের জন্য জেএসএসের কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউডিএফকে দায়ী করেছেন। তবে ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা।

তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions