শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

সংস্কার দল ত্যাগ করে ইউপিডিএফে আশ্রয় নেয়ায় দুই কর্মীকে হত্যার অভিযোগ

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০২:২৮:২২ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৮:১৩:৪৬  |  ১৬১৩
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেডপিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা  ইউনিটের সংগঠক সচল চাকমা আজ  শুক্রবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংস্কারবাদী জেএসএস ত্যাগ করে ইউপিডিএফ-এ আশ্রয় নেয়া আকর্ষণ চাকমা (৪০) ও শ্যামল কান্তি চাকমা ওরফে সুমন্ত (৩৮)নামে দুই কর্মীকে হত্যার  নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে হত্যাকারী সংস্কারবাদী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত গভীররাতে সময় সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সদস্য নানিয়ার উপজেলার রাম সুপারি পাড়ায় গিয়ে আকর্ষণ ও শ্যামল কান্তি চাকমাকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। নিহতরা দু’জনইসংস্কারবাদী দল ত্যাগ করে ইউপিডিএফ-এর কাছে আশ্রয় নিয়েছিলেন।
 
বিবৃতিতে ইউপিডিএফ নেতা বলেন, সংস্কারবা দী দলের নানা দুর্নীতি-অনিয়ম ও জাতীয় স্বার্থ পরিপন্থি কার্যকলাপের কথা জনসম্মুখে প্রকাশ করে দেয়ার কারণে প্রতিহিংসার বশবর্তীহয়ে তাদের হত্যা করা হয়েছে।
তিনি অবিলম্বে আকর্ষণ ও শ্যামলের হত্যাকারী সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
 
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions