বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হারিয়ে যাওয়া

বিপন্ন প্রজাতির বৃক্ষগুলোকে সংরক্ষণ করার লক্ষে জার্মপ্লাজম কেন্দ্রের উদ্বোধন

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:৪৭:৩৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:১৭:১৯  |  ৩৮৭৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হারিয়ে যাওয়া বিপন্ন প্রজাতির বৃক্ষগুলোকে সংরক্ষণ করার লক্ষে খাগড়াছড়িতে জার্মপ্লাজম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় জার্মপ্লাজমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

এসময় বক্তারা বলেন, পাহাড়ের প্রাকৃতিক বন আজ ধ্বংসের পথে। হারিয়ে গেছে অনেক বিপন্ন প্রজাতির বিভিন্ন বৃক্ষ। এরমধ্য দিয়ে এখানকার বিভিন্ন ছড়া ও পানির উৎসমুখ প্রায় শুকিয়ে যাচ্ছে। এই জার্মপ্লাজম কেন্দ্রের মাধ্যমে পার্বত্য এলাকার প্রায় শতাধিক আদি বৃক্ষ সংরক্ষণ করা হবে। যা নতুন প্রজম্মের জন্য বিপন্ন প্রজাতির বৃক্ষের পরিচিতসহ বিভিন্ন কাজে অগ্রনী ভূমিকা রাখবে। পার্বত্য এলাকায় প্রাকৃতিক বন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবানও জানান বক্তারা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সফর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে ন্যাম ফলক ও ফিতা কেটে জার্মপ্লাজম সেন্টারের উদ্বোধন করেন নব বিক্রম কিশোর ত্রিপুরা।
পরে সেখানে বাইজ্জা বাঁশ, মুলি বাঁশ, হরিতকি ও বহেরাসহ পাহাড়ে হারিয়ে যাওয়া বিপন্ন প্রজাতির বিভিন্ন বৃক্ষের চারা রোপন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ অতিথিরা।

প্রসঙ্গত, পাহাড়ের বিপন্ন প্রজাতির বৃক্ষের এটিই প্রথম জার্মপ্লাজম সেন্টার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ জার্মপ্লাজম করা হয়।

পরিবেশ |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions