শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

জুরাছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর, ২০১৮ ০১:১০:২৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১২:৪৪:৪৪  |  ২০২৩
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জুরাছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা মাঠে অনুষ্ঠিত খেলায় ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে লুলাংছড়ি ইয়ং ইউনিটি ক্লাবকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রোফি তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) মোঃ মাহাবুব, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা সহ সরকারী কর্মবর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতির বক্তব্যে বলেন, ক্ষুদে এই ফুটবলারদের একটু সহযোগীতা প্রদান করা গেলে এরা দেশের এক একজন নক্ষত্র খেলোয়ার হতে পারবে।

উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) গত ৪ সেপ্টেম্বর জুরাছড়িতে ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয়। এতে ৮টি দল অংশগ্রহন করেন।
এই আটটি দল থেকে উপজেলা পর্যায়ে গঠিত খেলোয়ার বাছাই উপ-কমিটি ১৮ জন খেলোয়ার বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়ারেরা আগামী ১২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে নানিয়াচরের সাথে উদ্বোধনী খেলায় লড়াই করবে।
এই স্বাগতিক খেলা জুরাছড়িবাসী উপভোগ  করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা ফ্রি  লঞ্চ দেওয়ার ঘোষনা দিয়েছেন।

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions