শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

অপহৃত ৪জনকে উদ্ধার করেছে পুলিশ, পানছড়ি-খাগড়াছড়ি সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশঃ ১৪ অগাস্ট, ২০১৮ ০৪:৫৪:১৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:৩০:৩১  |  ১৯৮৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া থেকে গত সোমবার অপহৃত ৪ ব্যবসায়ীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি অটোরিক্সা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল থেকে তাদের মুক্তির দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে রড ও লাঠিসোঠা নিয়ে বিক্ষোভ করে বিক্ষুদ্ধ গ্রামবাসী।

সকাল সাড়ে ৯টায় জেলা সদরের পেরাছড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ার মোড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। অপহৃতদের মুক্তির খবর শুনে বেলা ১২টায় গ্রামবাসী রাস্তা ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদত হোসেন টিটো বলেন, অপহৃতদের উদ্ধারের পর থানা থেকে স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অপহৃতরা জানান অপরিচিত কয়েকজন যুবক তাদের মহাজন পাড়া থেকে খাগড়াপুরে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেয়।

ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, আমার এলাকার ৪ ব্যবসায়ীকে উদ্ধারের পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। আমি সে সময় থানায় উপস্থিত ছিলাম।

গত ৮ আগস্ট খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ করে দেয় আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে ফেরার পথে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া থেকে ২নং গাছবান এলাকার ব্যবসায়ী সিন্ধু রায় ত্রিপুরা, সোহেল ত্রিপুরা, সুখেন্দু ত্রিপুরা ও বিমল কান্তি ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions